বাংলাদেশের সুন্দরতম শহরগুলোর মধ্যে রাজশাহী একটি । বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী রাজশাহী । উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর রাজশাহী। পদ্মা নদীর তীরে অবস্থিত এই মহানগরীর সৌন্দর্য দিন দিন বেড়েই চলেছে। রাজশাহী শহর সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
শিক্ষা নগরী রাজশাহী
রাজশাহীকে এখন অনেকভাবে বিশেষায়িত করা যায় । তার মধ্যে রয়েছে- শিক্ষা নগরী, রেশম নগরী , আমের নগরী, সিল্কের নগরী, সবুজের নগরী। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ও বায়ু দূষণ মুক্ত শহর রাজশাহী। চারিদিকে সবুজ গাছপালা থাকায় রাজশাহী কে বলা হয় গ্রীন সিটি। এ শহরের প্রাচীন নাম হলো মহাকাল গড় । এর পরে রুপান্তরিত হয়ে রামপুর-বোয়ালিয়া থেকে রাজশাহী নামটির উদ্ভব হয়। আজকে আমরা রাজশাহী সম্পর্কে জানবো।
রাজশাহী জেলার অবস্থান ও আয়তন
বাংলাদেশের উত্তরবঙ্গে অবস্থিত সবচেয়ে বড়ো শহর রাজশাহী। রাজশাহী জেলার পশ্চিম- দক্ষিণ সীমান্ত ঘেঁষে বয়ে গেছে পদ্মা নদী। উত্তরে নওগাঁ জেলা এবং পূর্ব দিকে রয়েছে নাটোর জেলা। রাজশাহী জেলার মোট আয়তন ২৪০৭.০১ বর্গ কিলোমিটার।
রাজশাহী জেলার উপজেলাসমূহ
রাজশাহী শহরকে কেন্দ্র করে ১৭৭২ সালে জেলা গঠন করা হয়। ১৮৭৬ সালে গঠিত হয় রাজশাহী পৌরসভা । পরবর্তীতে রাজশাহী সিটি করপারেশন এ রূপান্তরিত হয়।
১. গোদাগাড়ী
২. তানোর
৩. মোহনপুর
৪. বাগমারা
৫. দুর্গাপুর
৬. বাঘা
৭. চারঘাট
৮. পবা
৯. পুঠিয়া
রাজশাহীকে শিক্ষা নগরী বলা হয় কেন
রাজশাহী শহরে বেশ কয়েকটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যাদের অনেকগুলোর খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে ।প্রতি বছর বিভিন্ন বোর্ড পরীক্ষায় দেশের অন্যান্য জেলার থেকে রাজশাহীতে পাশের হার বেশি হয়ে থাকে। তাই প্রতি বছর দেশের বিভিন্ন জেলার অনেক শিক্ষার্থী রাজশাহীতে পড়াশোনার জন্য আসে। এ জন্য রাজশাহী কে শিক্ষা নগরী বলা হয়।
রাজশাহীর বিখ্যাত কয়েকটি খাবার
বাংলাদেশের এই সুন্দরতম শিক্ষা নগরীতে আছে বেশ কিছু মজাদার খাবার। পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করার সাথে সেইসব মজারদার খাবার খাওয়ার আনন্দই অন্য রকম।
রাজশাহী শহরের দর্শনীয় স্থান সমূহ
রাজশাহী জেলার আকর্ষণীয় স্থান গুলোর মধ্যে সর্ব প্রথম চোখে পড়ে পদ্মার পাড়। পদ্মা নদীর পাড় ঘেঁসে তৈরি হয়েছে বিভিন্ন ঘুরার যায়গা। যাদের মধ্যে রয়েছে পদ্মা গার্ডেন, বিজিবি, আই বাঁধ, টি বাঁধ, মুক্ত মঞ্চ ইত্যাদি। যেকোনো ঋতু তেই পদ্মা নদীর সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। তবে শরতের বিকেলের পদ্মার পাড় সবারই খুব প্রিয়।