উপহার পেতে কার না ভালো লাগে। আর কিছুদিন পরেই আসছে ভালোবাসা দিবস ১৪ই ফেব্রুয়ারি। এবার পালা প্রিয়জনকে তার মনের মতো একটি সুন্দর উপহার দিয়ে তাকে খুশি করা। ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষটিকে কোন উপহার না দিলে যেন ভালোবাসার পূর্ণতা প্রকাশ পায় না।
আপনি কি আপনার প্রিয়জনকে কম দামের মধ্যে ভালো উপহার দেওয়ার কথা ভাবছেন? কিন্তু কম দামের মধ্যে কোন উপহারটি সবচেয়ে ভালো এবং আকর্ষণীও হবে তা ভেবে পাচ্ছেন না? তাহলে এই আর্টিকেলটি আজকে শুধুমাত্র আপনার জন্য। এই আর্টিকেলে আপনি পাবেন আপনার প্রিয়জনকে দেওয়ার জন্য সেরা উপহার।
মেয়েদের জন্য উপহার
ফুলঃ ফুল কে ভালোবাসে না বা অপছন্দ করে এমন মানুষ পৃথিবীতে হয়তো নেই। ফুলের সৌন্দর্য সব সময় মানুষগুলি মহিত করে। ফুল এবং ভালোবাসা এই দুটি যেন একই সূত্রে গাথা। তাই আপনার যেকোনো ভালোবাসার মানুষকে ফুল উপহার দিতে পারেন। বর্তমানে ট্রেন্ডিং এ থাকা ড্রাই ফ্লাওয়ার বাকেট গুলো/শুকনো ফুলের তোড়াগুলো উপহার হিসেবে অন্যতম।
শাড়ীঃ শাড়ি প্রত্যেকটি মেয়ের কাছেই খুবই প্রিয় একটি উপহার। শাড়ি পড়তে ভালোবাসে না এমন কোন মেয়ে নাই। কম দামের মধ্যে ভালো উপহারের তালিকায় মেয়েদের জন্য শাড়ি একটি আদর্শ উপহার। ছোট থেকে একদম বয়স্ক নারী পর্যন্ত সবাই শাড়ি পরতে অনেক পছন্দ করে। ৫০০-১০০০ টাকার মধ্যে আপনি খুব সহজেই আপনার প্রিয় মানুষের জন্য একটি শাড়ি পেয়ে যাবেন।
ছেলেদের জন্য উপহার
পাঞ্জাবীঃ প্রত্যেকটি ছেলে পাঞ্জাবি পরতে পছন্দ করে। বিশেষ কোনো দিনে বা ভালবাসা দিবসে প্রতিটি ছেলে তুলনামূলকভাবে বেশি খুশি হয় এই উপহারটি পেলে। ৮০০-১০০০ টাকার মধ্যে বিভিন্ন দোকানে আপনি পেয়ে যাবেন একটি সুন্দর পাঞ্জাবি। এছাড়া যদি আপনার বাজেট বেশি হয়ে থাকে, তাহলে ৩০০০-৫০০০ টাকার মধ্যে ব্র্যান্ডের দোকান থেকে ভালো মানের পাঞ্জাবি দিতে পারেন।
ঘড়িঃ বর্তমান সময়ে কম বেশি সব ছেলেরাই ঘড়ি ব্যবহার করে। শুধু সময় দেখার ক্ষেত্রে নয়, অনেকে স্মার্টনেস এর জন্য ঘড়ি ব্যবহার করে থাকে। ২০০ টাকা থেকে শুরু করে প্রায় কয়েক লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির ঘড়ি হয়েছে। কম দামে ভালো উপহারের তালিকায় ঘড়ি একটি। যদি আপনার বাজেট কম হয়ে থাকে তাহলে আপনার প্রিয় মানুষকে চামড়াযুক্ত ফিতার ঘড়ি উপহার দিতে পারেন।
মানিব্যাগঃ আপনি যদি আপনার প্রিয় মানুষকে বিশেষ কোন উপহার দিতে চান তাহলে কম দামের মধ্যে ভালো উপহার হিসেবে মানিব্যাগ দিতে পারেন। কারন প্রত্যেকটি ছেলে মানিব্যাগ ব্যবহার করে। তবে সেটি যদি চামড়ার বা স্পেশাল করে তৈরি করে দেন তাহলে তো কোন কথায় নাই। বর্তমানে অনলাইনের বিভিন্ন পেইজে বা বিভিন্ন দোকানে ছবি খোদায় করে মানিব্যাগ তৈরি করে দেয়।
সানগ্লাসঃ বর্তমানে সানগ্লাস ব্যবহারের জনপ্রিয়তা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ছেলেরা নিজেদেরকে আরও বেশি স্টাইলিশ রাখার জন্য সানগ্লাস ব্যবহার করে। দাম অনুযায়ী বিভিন্ন ফ্রেমের সানগ্লাস পাওয়া যায়। তবে ভালো মানের মধ্যে আপনার প্রিয়জনকে সানগ্লাস উপহার দিতে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।