বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
2024 মেডিকেল, বুয়েট ও সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি, last date ও নিয়ম

BUP- (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল)

বিইউপির আবেদন শুরু এবং শেষ হয়েছে ১৭ই ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আবেদন ফি ছিল প্রতি ইউনিটে ১০৫০ টাকা। ইতিমধ্যে ১৯ ও ২০ জানুয়ারি ২০২৪ ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি পরীক্ষা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু আগামী ২৪ শে ফেব্রুয়ারি। এবারও দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। MCQ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাক নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মান ২৫ শতাংশ নেওয়া হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষা

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি। সাধারণত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের ১ থেকে দেড় মাসের মাথায় এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছর থেকে দেশের সরকারি ৩৭টি সরকারি মেডিকেল কলেজে বছরে ৪ হাজার ৩৫০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়ে আসছেন। এ বছর এমবিবিএস কোর্সে আরো ১৩৩ টি আসন বৃদ্ধি করেছে সরকার। এবার মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,৩৮০ টিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে ১৮ই ডিসেম্বর ২০২৩ হতে এবং শেষ হয়েছে ৫ জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে আবেদন ফি ১০৫০ টাকা। আবেদনের লিংকঃ admission.eis.du.ac.bd

পরীক্ষার তারিখঃ

  • খ ইউনিট ২৩ শে ফেব্রুয়ারি
  • গ ইউনিট ২৪ শে ফেব্রুয়ারি
  • ক ইউনিট ১লা মার্চ
  • চ ইউনিট ৯ মার্চ

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাথমিক আবেদন ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত আবেদন এর কার্যক্রম ২৬ শে জানুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা ছিল এবং চূড়ান্ত আবেদনে ১৩২০(A-C) ও ১১০০(B) টাকা পর্যন্ত প্রয়োজন হবে ইউনিট ভেদে।

পরীক্ষার তারিখঃ
  • C ইউনিট পাঁচ মার্চ
  • A ইউনিট ৬ মার্চ
  • B ইউনিট ৭ মার্চ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আবেদন শুরু হয়েছে ৪ই জানুয়ারি ২০২৪ থেকে এবং শেষ হয়েছে ১৮ জানুয়ারি ২০২৪ তারিখে। আবেদনকারীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে। প্রতি ইউনিটে আবেদন ফি এক হাজার টাকা এবং ১০০ মার্কের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার তারিখঃ
  • A ইউনিট- ২ মার্চ ২০২৪
  • B1 ইউনিট- ৩ মার্চ ২০২৪
  • D1 ইউনিট- ৪ মার্চ ২০২৪
  • B ইউনিট- ৮ মার্চ ২০২৪
  • C ইউনিট- ৯ মার্চ ২০২৪
  • D ইউনিট- ১৬ মার্চ ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ২২শে ফেব্রুয়ারি থেকে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হয়েছে ১৪ তারিখ থেকে এবং শেষ হবে ৩১ তারিখ রাত ১১ঃ৫৯ টা পর্যন্ত। আবেদনকারী কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে। A, B, C এবং D ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা, E ইউনিটের জন্য ৭৫০ টাকা, এবং C1 ইউনিটের জন্য ৬০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা

গুচ্ছ ভুক্ত ২৪ টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা রোজার ঈদের পর আয়োজন করা হতে পারে। মার্চে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় ঈদের পর পরীক্ষা নেওয়া হতে পারে। গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একটি সুত্র দা ডেইলি ক্যাম্পাস কে জানিয়েছে ঈদের আগে পরীক্ষা আয়োজনের সম্ভাবনা নেই, এপ্রিলের শেষ দিকে পরীক্ষা আয়োজনের বিষয়ে ভাবা হচ্ছে।