কিভাবে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল ভেরিফাই করবেন?
ফেসবুক আইডি আমাদের বর্তমানে ডিজিটাল যুগের একটি পরিচয়। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের পেজের পাশে নীল টিক চিহ্ন যুক্ত ব্যাজ লক্ষ্য করা যায়। এই নীল টিক চিহ্নযুক্ত ব্যাজের মর্ম অনেকেই জানেন। প্রায় সবাই চায় এই ব্যাজ নিজের প্রোফাইল বা পেজের পাশে বসাতে। এর জন্য আপনাকে সঠিক নিয়ম অনুসরণ করে ফেসবুক ভেরিফাই করতে হবে।
ফেসবুক পেজ বা প্রোফাইল ভেরিফাই

ফেসবুক একাউন্ট ভেরিফাই করা একটি কঠিন প্রক্রিয়া হতে পারে। তবে আপনাকে এর জন্য হতাশ হওয়া যাবে না। কিভাবে একটি ফেসবুক পেজ বা প্রোফাইল ভেরিফাই করতে হয় সেই সম্পর্কে এই টিপসগুলি জেনে রাখা আপনার জন্য খুবই প্রয়োজন।

ভূমিকা

সময়ের সাথে পাল্লা দিয়ে ফেসবুক হয়ে উঠেছে একটি জনপ্রিয় মাধ্যম। ২০০৯ সালে টুইটার দিয়ে সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট ভেরিফাই করা শুরু হয়েছিল উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের প্রকৃত অ্যাকাউন্ট চিহ্নিত করার উপায় হিসেবে। Facebook ২০১৩ সালে অনুসরণ করেছিল তারপর ২০১৪ সালে ইনস্টাগ্রাম চালু করা হয়েছিল এই ভেরিফিকেশন প্রক্রিয়া। ফেসবুক সাম্প্রতিক বছরগুলিতে তার ভেরিফিকেশন প্রক্রিয়া সহজ করে তুলেছে।

ফেসবুক ভেরিফিকেশন কি

ফেসবুক ভেরিফিকেশন হলো একটি অ্যাকাউন্ট বা পেজ যাচাই করার প্রক্রিয়া। যা অন্য ব্যবহারকারীদের কে দেখায় যে এটি প্ল্যাটফর্মে আপনার উপস্থিতির প্রতিনিধিত্ব করে। মিথ্যা বা ফেক অ্যাকাউন্ট আর মূল অ্যাকাউন্ট এর মধ্যে পার্থক্য দেখানোর জন্য এই প্রক্রিয়াটি চালু হয়েছে। আপনার প্রোফাইল বা পেজের পাশে নীল টিক চিহ্নযুক্ত ব্যাজ করাই হলো ফেসবুক ভেরিফিকেশন। আপনার একাউন্টের সত্যতা যাচাই করার জন্যই এই চিহ্ন ব্যবহার করা হয়।

ফেসবুক পেজ বা প্রোফাইল ভেরিফাই করা কেন প্রয়োজন

সোশ্যাল মিডিয়াতে আপনার একাউন্টের বিশেষজ্ঞতা প্রতিষ্ঠার জন্য ফেসবুক ভেরিফাই করা একটি দুর্দান্ত উপায়। এই প্লাটফর্মে বড় ব্র্যান্ড এবং স্থানীয় ব্যবসা উভয় যাচাই করা যেতে পারে। আপনার ব্যক্তিত্ব বা প্রতিষ্ঠানের নাম আপনার ফেসবুক ফ্রেন্ডস ফলোয়ার ও দর্শকদের জানাতে সহজ করে দেয়। এটি গ্রাহকদের জন্য আপনার ব্যবসা খুঁজে পাওয়া সহজ করে তোলে।

বর্তমানে ফেসবুকে প্রতারকদের সংখ্যা বেড়েই চলেছে। ফেসবুক একাউন্ট খোলার জন্য ব্যক্তিত্ব বা প্রতিষ্ঠানের পরিচয় পত্র উল্লেখ করার তেমন কোনো প্রয়োজন নাই বলে যে কেউ অন্যের নামে ফেসবুক পেজ বা প্রোফাইল খুলে মানুষদের প্রতারিত করছে। তাই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল নিরাপদ ও সুরক্ষায় রাখতে ফেসবুক ভেরিফাই করা প্রয়োজন।

ফেসবুক প্রোফাইল ভেরিফাই করার নিয়ম

বর্তমানে অনেকেই সচেতন হয়েছে সোশ্যাল মিডিয়া সম্পর্কে। প্রায় সবাই চাই নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল সুরক্ষায় রাখতে। এর জন্য আপনাকে সঠিক নিয়ম ও পদ্ধতি মেনে চলে ফেসবুক প্রোফাইল ভেরিফাই করতে হবে। অনেকেই মনে করেন এই কাজটি করা খুব কঠিন এবং অনেক ঝামেলাই পড়তে হয়। কিন্তু বর্তমানে ফেসবুক ভেরিফাই করা খুব সহজ করে দিয়েছেন।

  • প্রথমে আপনার মোবাইল/কম্পিউটার/ল্যাপটপ থেকে Facebook অ্যাপ install করতে হবে।
  • ফেসবুক অ্যাপসে প্রবেশ করে আপনার ব্যক্তিগত প্রোফাইল লগইন করতে হবে।
  • লগইন করার পর মেনু অপশনে গিয়ে setting & privacy তে settings অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর একটি পেজ আসবে সেখানে account setting এ ক্লিক করতে হবে।
  • এরপর personal information অপশনে ক্লিক করতে হবে
  • নিচের দিকে identity confirmation এ ক্লিক করে আপনার নিজের দেশ select করতে হবে।
  • এরপর personalized id তে ক্লিক করতে হবে choose how to confirm your id নামে।
  • সেখানে তিনটি অপশন আসবে। যে অপশনে আপনি আপনার আইডি ডকুমেন্ট সাবমিট করতে চান সেই অপশনটি সিলেক্ট করে সাবমিট করতে হবে।
  • এরপর ফিনিশ বাটনে ক্লিক করলে আপনার কাজ শেষ।

আপনি যদি আপনার সব ডকুমেন্ট আসল দিয়ে থাকেন তাহলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার প্রোফাইল ভেরিফাই হয়ে যাবে। এই যুগে প্রতারণার হাত থেকে বাঁচতে এবং নিজেকে সুরক্ষায় রাখতে প্রোফাইল ভেরিফাই করে রাখা খুবই গুরুত্বপূর্ণ।

ফেসবুক পেজ ভেরিফাই করার নিয়ম

ফেসবুক পেজ ভেরিফাই করা সম্পূর্ণ ফেসবুক কর্তৃপক্ষের উপরে নির্ভর করে। এটি ভেরিফাই করা একটি ফর্ম পূরণ করার মতোই সহজ। কোন ঝামেলা ছাড়াই খুব সহজে কিভাবে আপনার ফেসবুক পেজ ভেরিফাই করবেন তার নিয়ম নিচে দেওয়া হলোঃ

  • আপনাকে ফেসবুক অ্যাপসে আপনার Facebook অ্যাকাউন্ট লগইন করতে হবে।
  • ফেসবুক ওপেন করে ভেরিফিকেশনের জন্য একটি ফর্ম পূরণ করতে হবে।
  • এরপর আপনার পেজের সব তথ্য সঠিক ভাবে দেওয়া আছে কিনা পরীক্ষা করুন।
  • page to verify অপশনে ক্লিক করে যে পেজটি ভেরিফাই করতে চান সেই পেজের লিংক দিতে হবে।
  • পেজের ক্যাটাগরি এবং নিজের দেশ সিলেক্ট করতে হবে।
  • আপনার সত্যতা প্রমাণের জন্য কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। অবশ্যই এই তথ্যগুলো সঠিক হতে হবে। যেমন জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স।
  • choose file সিলেক্ট করে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে।
  • এরপর আপনার অফিসিয়াল পেজের লিংক সাবমিট করতে হবে।
  • Additional information বক্সে কেন আপনার পেজটি ভেরিফাই করতে চান তা উল্লেখ করতে হবে।
  • এবার send বাটনে ক্লিক করে সাবমিট করতে হবে।
আপনি সব তথ্যগুলো সঠিক দিয়ে থাকলে কয়েক সপ্তাহের মধ্যে আপনার পেজ ভেরিফাই হয়ে যাবে। আপনার দেওয়া সব তথ্য যাচাই করে ফেসবুক আপনার অ্যাকাউন্ট বা পেজের পাশে নীল টিক চিহ্ন যুক্ত করবে।

শেষ কথা

ফেসবুক নীতি অনুযায়ী কেবল সত্যতা প্রমাণিত ও বৈধ একাউন্ট এর ক্ষেত্রে ভেরিফাই প্রোফাইল বা পেজের পাশে নীল টিক চিহ্নযুক্ত ব্যাজ দেওয়া হয়। এর জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে সঠিক নিয়মে আবেদন করতে হয়। উপরের যথাযথ নিয়ম অনুসরণ করে ফেসবুক ভেরিফাই করলে আপনার প্রোফাইল বা পেজের পাশে নীল টিক চিহ্নযুক্ত ব্যাজ পাওয়া যাবে। আশা করি আজকের এই আর্টিকেলটি করে উপকৃত হয়েছেন।