ক্যালসিয়ামযুক্ত খাবারের তালিকা
ক্যালসিয়াম যুক্ত খাবারের তালিকা- ক্যালসিয়ামের ঘাটতি হলে কি করবেন?

আপনি কি জানেন ক্যালসিয়াম আমাদের দেহের জন্য কতটা প্রয়োজনীয়? দাঁত ও হাড়ের গঠনে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সুস্থ থাকতে ক্যালসিয়াম যুক্ত খাবারের কোন বিকল্প নাই। শুধু স্বাস্থ্য রক্ষায় নয়, শরীরের বিভিন্ন রোগ সারাতে ক্যালসিয়ামযুক্ত খাবারের ভূমিকা ব্যাপক।

আজকের এই আর্টিকেলটিতে আমরা জানবো ক্যালসিয়ামযুক্ত খাবারগুলির নাম যা আপনি খুব সহজেই আপনার খাদ্য তালিকায় রাখতে পারবেন এবং এবং কখন কিভাবে কতটুকু পরিমাণে এই ক্যালসিয়াম যুক্ত খাবার গুলো গ্রহণ করতে হবে এই সবকিছু জানতে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

ক্যালসিয়াম যুক্ত খাবারের তালিকা

ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য অনেকে ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে থাকে। কিন্তু অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণ আমাদের দেহের জন্য ক্ষতিকর। এর ফলে কিডনিতে পাথর হতে পারে ও আরো অনেক ধরনের রোগ হতে পারে। তাই ক্যালসিয়াম যুক্ত খাবার গুলি খাদ্য তালিকায় রাখলে আপনাকে এরকম সমস্যায় পড়তে হবে না। চলুন জেনে নেয়া যা খাবারগুলির নাম। যেমন-

বাদাম

নিয়মিত বাদাম খাওয়ার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কারণ বাদামের পুষ্টিগুণ এবং উপকারিতা প্রচুর। বাদামে থাকে ক্যালসিয়াম যা আমাদের দাঁত ও হাড়ের গঠনকে মজবুত করে। এছাড়াও বাদামে থাকে এন্টিঅক্সিডেন্ট যা আমাদের স্মৃতি শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। বাদামে প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার, ভিটামিন ই পাওয়া যায়। আপনি আপনার পছন্দমত চীনা বাদাম, কাঠ বাদাম, পেস্তা বাদাম বা আখরোট খেতে পারেন।

টক দই

ক্যালসিয়ামের একটি দারুন উৎস হলো টক দই। আপনি যদি নিয়মিত টক দই খান তাহলে দই এ থাকা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আপনার দাঁত ও হাড়কে মজবুত করবে। এছাড়াও এটি আপনার ওজন কমাতে সাহায্য করবে। তাই বাদামের উপকারিতা বিবেচনা করে সুস্থ থাকতে হলে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় টক দই অবশ্যই রাখা প্রয়োজন।

মসুর ডাল

ক্যালসিয়ামের একটি ভালো উৎস হলো মসুর ডাল। এই ডালে ক্যালসিয়াম ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে যেমন- আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিংক ইত্যাদি। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় মসুর ডাল রাখতে পারেন। কারণ মসুর ডালে যে ক্যালসিয়াম থাকে তা আমাদের দেহ গঠনের কাজে লাগে। এছাড়া এটি আমাদের দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে তাই ক্যালসিয়ামযুক্ত খাবার হিসেবে ডাল অনেকের জন্য একটি আদর্শ খাবার।

সবুজ শাকসবজি

সবুজ শাকসবজি মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে। শাক সবজির মধ্যে বিশেষ করে পাতাযুক্ত শাকসবজিতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে। যেসব শাকসবজিতে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায় যেমন- পালং শাক, সরষে শাক, ব্রকলি, বাঁধাকপি, কচু শাক, লাল শাক ইত্যাদি। এসব শাকসবজি  আমাদের রক্তস্বল্পতা ও অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে। তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ শাকসবজি রাখা প্রয়োজন।

আরো পড়ুনঃ দ্রুত ওজন কমানোর উপায়।

দুধ

আমাদের দেহ গঠনে এর জন্য পুষ্টিকর খাবারের মধ্যে দুধ অন্যতম। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দুধে আমাদের দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়। যেমন ক্যালসিয়াম ও প্রোটিন পাওয়া যায়। দুধে থাকা ক্যালসিয়াম আমাদের দাঁত ও হাড়কে মজবুত করতে সাহায্য করে।

এছাড়াও ভালো ঘুমের জন্য যেসব ভিটামিন প্রয়োজন তার বেশিরভাগই রয়েছে দুধে। তাই নিয়মিত দুধ খাদ্য তালিকায় রাখলে ঘুম ভালো হয় ও মানসিক চাপ দূর করতে সাহায্য করে। তবে অনেকের দুধ হজম করতে সমস্যা হয় তারা কিন্তু দুধের পরিবর্তে টক দই খেতে পারেন। এতে প্রচুর উপকারিতা পাবেন।

সামুদ্রিক মাছ

সামুদ্রিক মাছের উচ্চমানের প্রোটিন পাওয়া যায়। যা আপনার হৃদযন্ত্র ও মস্তিষ্কের জন্য বিশেষভাবে উপকারী। বিশেষ করে তৈলাক্ত মাছের ক্যালসিয়ামের পরিমাণ বেশি পাওয়া যায়। তাই ক্যালসিয়ামযুক্ত খাবার হিসেবে আপনি সামুদ্রিক মাছ খেতে পারেন। এছাড়াও ছোট মাঝেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, তাই এই জাতীয় মাছ খাদ্য তালিকায় অবশ্যই রাখার চেষ্টা করবেন।

শুকনো ফল

নিয়মিত শুকনো ফল খেলে আমাদের দেহের ক্যালসিয়ামের অভাব পূরণ হতে পারে। তাই খাদ্য তালিকায় শুকনো ফল অবশ্যই রাখার চেষ্টা করুন। যেসব শুকনো ফলে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে সেগুলো হলো- খেজুর, কিসমিস, বাদাম।  তবে অতিরিক্ত পরিমাণে বাদাম ও খেজুর খেলে আপনার দেহের ওজন বৃদ্ধি হতে পারে। এজন্য পরিমাণমতো শুকনো ফল গ্রহণ করতে হবে।

তিল

ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য আপনি তিল খেতে পারেন। যদিও কালো তিলে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। তবে আপনি চাইলে সাদা তিলও খেতে পারেন। এক চা চামচ তিল খেলে প্রায় ৯০ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। তিল অবশ্যই ভালোভাবে চিবিয়ে খেতে হবে। তিল খাওয়ার আগে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন ভারী কোন খাবারের সাথে তিল খাবেন না। বরং হালকা খাবারের সাথে তিল খেতে পারেন।

সজনে পাতা

সজনে পাতার পাউডার খেলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। এতে দুধের চেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও জিংক পাওয়া যায়। তাই সজনে পাতাকে বলা হয় “সোর্স অফ এনার্জি”। ক্যালসিয়াম যুক্ত খাবারের মধ্যে সজনে পাতা অন্যতম। এছাড়া নিয়মিত এই পাতা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে থাকে।

আরো পড়ুনঃ রসুনের ১০টি উপকারিতা।

শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কিভাবে বুঝবেন

ক্যালসিয়ামের অভাবে যেমন হাড় ও দাঁতের ক্ষয় হয়, তেমনি স্নায়ু, হৃদ স্পন্দন ও মাংসপেশীতে সমস্যা দেখা দিতে পারে। আবার হাড়ের ক্ষয় বেশি হলে অস্টিওপোরেসিসের মতো মারাত্মক রোগ হতে পারে। তাই ক্যালসিয়ামের অভাবজনিত রোগ থেকে বাঁচতে যেসব খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এমন খাবার আমাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখা প্রয়োজন।

ক্যালসিয়ামের অভাবজনিত রোগ

আমাদের শরীরে ক্যালসিয়াম কমে গেলে নানা ধরনের সমস্যা দেখা দেয়। শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিলে অস্টিওপরেসিস, অস্টিওপেনিয়া এবং হাইপোক্যালসেমিয়ার মতো রোগ হতে পারে। এছাড়া আমাদের শরীরে যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো হলো-

  • শরীর দুর্বল হয়ে পড়ে
  • স্মৃতিশক্তি কমে যায়
  • দাঁতের ক্ষয় হয় ও দাঁত ভেঙে যায়
  • শুষ্ক ত্বক ও ভঙ্গুর নখ
  • হাত ও পায়ের গিঁটে গিঁটে ব্যথা করে
  • হাড় ভঙ্গুর হয়ে যায়
  • অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে
  • পেশি দুর্বল হয়ে যায়